শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

কিছু বই কিছু কথা- ৩১৪। নীলাঞ্জন কুমার মনের মধ্যে হেঁটে বেড়াই । শিপ্রা বিষ্ণু । বিয়ন্ড হরাইজন পাবলিকেশন

কিছু বই কিছু কথা-  ৩১৪। নীলাঞ্জন কুমার




মনের মধ্যে হেঁটে বেড়াই । শিপ্রা বিষ্ণু । বিয়ন্ড হরাইজন পাবলিকেশন
,  আলিপুরদুয়ার । দাম ১৩০ টাকা ।



শিপ্রা বিষ্ণু যে মনের মধ্যে হেঁটে বেড়াতে বেড়াতে এক নিবিড় শব্দ যাপন করেন তার প্রকৃত প্রমাণ পেয়ে যাই তাঁর সাম্প্রতিক কাব্যগ্রন্থ ' মনের মধ্যে হেঁটে বেড়াই ' কাব্যগ্রন্থে । তার ফলে পেয়ে যাই এসব অমোঘ ও অনবদ্য  পংক্তি যা তাঁর প্রতি শ্রদ্ধা বাড়ায় । যেমন,
' কপাল জুড়ে নিবু নিবু বিকেলের কমলা আভা ' , ' শরীরী বাঁকে অসংখ্য ছত্রাক শিরদাঁড়া বেয়ে হাঁটে/  রক্ত মাংস খুবলে আসা দেহলি প্রান্তে ',' কঠিন মিথ্যেয় ডুবে,  পৃথিবী এখন বধ্যভূমি । ' ' নতুন করে আবর্জনা ছুঁয়ে ফেলে/  পাতা পোড়ে রোদে মিছিলে ওরা গেয়েছিল উন্নয়নের গান ' ইত্যাদি ইত্যাদি ।
             কবির ভেতর যে কাব্যিক ব্যঞ্জনা তা অনেক সময় সাদামাঠা ভাবে আসায় সঠিক কবিতার স্বাদ পাওয়া যায় না । তাছাড়া ' র ' ও' ড়' এর দোষ পরিহার করতে হবে কবিকে । কবির বড় কবিতা বিবৃতিমূলক তাই পড়লে রাগ আর দুঃখ দুটোই হয়। আবার ছোট
কবিতাগুলো মন ভালো করে দেয় ।
               কবি শিপ্রা বিষ্ণু আলিপুরদুয়ারের এক ব্যস্ত হোমিওপ্যাথি চিকিৎসক । ব্যস্ততার মধ্যে তিনি যেভাবে কবিতা সৃজন করছেন তার জন্য তিনি ধন্যবাদার্হ । কৌশিক বিশ্বাসের প্রচ্ছদ নারীমনকে সামনে নিয়ে এসেছে । তাঁকেও ধন্যবাদ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...