রবিবার, ৩০ জুলাই, ২০২৩

আনন্দ পাখি ।। সুকান্ত মণ্ডল ।। কবিতা, Sukanta Mondal,

আনন্দ পাখি

সুকান্ত মণ্ডল



আবার জেগেছে দ্বীপ হৈমন্তীর আকাশে


মৃত্যু লতার ফাঁকে জীবন রং ছড়ায় অজস্র    


 হাওয়া তো এমনি ছিল কাল পূবে ও পশ্চিমে দক্ষিণের মেরুদণ্ডহীন শ্বাসাঘাতে প্রগাঢ় মদের মতো ঘোরে সমুদ্র ও হারিয়ে ফেলেছে তার পথ।


অতি চেতনার বট ফলে মিশে আছে নৃত্যের গভীর ছন্দ 

হয়তো বা আকাশআভাস ফেলে উড়ে গেছে পাখি

কোনো এক নিহারিকা পথে


দু - দন্ডের অবাক জলপান সেরে ফিরবে কি কাছে ?

নাকি ডানার স্পন্দমান আনন্দে সে বেঘোর হয়ে আছে।


আনন্দপাখি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...