মৃত্যু, তোমার সাথে ..
মিষ্টিবৃষ্টি
"যখন শিরায় স্পন্দন ঝিমিয়ে পড়েছে, তখন তোমার সঙ্গে আমার দেখা হবার কথা ছিলো" --
--রুপোলি পর্দায় চৌম্বক কন্ঠে শুনেছি ..
রোমান্টিক ছবিতে পা-বেঁধে
জলে ঝাঁপ দিতে দেখেছি --
-- এখন কি তুমি ঠান্ডা মেসেজ
হয়ে মুঠোফোনে স্মার্ট বেশে আসো ? কালো রোদ-চশমায় ভাসাভাসি আলো-অন্ধকার !
বাঁ-হাতে ছুঁড়ে দাও, অ্যাসিডের তোড়ার গোলাপ !
.. মৃত্যু তোমার সঙ্গে আমার
দেখা হয়ে যায়,
একবার নয়, বারবার ..
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন