মিষ্টিবৃষ্টি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মিষ্টিবৃষ্টি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

কবিতা ।। তুমি বুদ্ধ, তুমি যুদ্ধভূমি ।। মিষ্টিবৃষ্টি, Mistibristi

কবিতা

তুমি বুদ্ধ, তুমি যুদ্ধভূমি

মিষ্টিবৃষ্টি



তোমার অনুবাদ । তুমি ।

টুকরো কাগজ উড়ে গেছো  

ওতে রক্তাক্ষর ছিলো, হৃদ্ 

মানচিত্র পড়তে পারো নি ?

নিষেধ, ওয়ার্নিং রেড লাইট,

প্রত্যেক মোড়ে ব্যুহভেদ, নাদান অভিমন্যু আঠারো --

বেকার গেছে সমস্ত ম্যাপ-পয়েন্টিং, ভূগোলের ক্লাস, পড়া না-পারার বেত,

ক্ষতচিহ্ন শুষে-নেওয়া ঠোঁট, নির্জন রোদ,

হঠাৎই পায়রা উড়ে যাওয়া ..

সহস্র ডানার শব্দ ছারখার বুকের ভেতর --

হঠাৎ কৈশোর শেষ ।

ডিউস্ বল, ভুলভাল মাঠ, তারপর ..


.. তুমি বুদ্ধ, তুমি যুদ্ধভূমি ।।

                            

বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

আগমনী ।। মিষ্টিবৃষ্টি ।। কবিতা, Mistibristi

 আগমনী

  মিষ্টিবৃষ্টি



দূর গীত

কাশের শীষে আগমনী গান --

অচলায়তন ভেঙে দাও ।আমরা সবুজ মাঠ 

ধানক্ষেত 

টিয়াদের ঝাঁক 

চাই ।

প্রোমোটার চাই না 

উর্বর জমি ভেঙে 'শিল্প' চাই না 


তুমি ঈশ্বরী পাটনীর নৌকোর 

গলুই ছুঁয়ে যাও 

সব হৃৎপিণ্ড সোনা ক'রে দাও !

           

শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

*'ছায়া ! ।। মিষ্টিবৃষ্টি ।। কবিথা

 *'ছায়া !'* 

মিষ্টিবৃষ্টি ।



.. দেওয়াল বেয়ে লাফিয়ে ওঠে ছায়া !


-- দীর্ঘ হাতে দীর্ঘ দশটা আঙুল ..

দশ আঙুলে দীর্ঘতর নখ,

বাঁকা নখর --


ছায়া ।


-- ভয় পাচ্ছো ?

যদিই ধরে কায়া !


শরীরী নয়,

কেবল আলোর মায়া ..

কেবল দেয়াল, কেবল আলোর খেয়াল !


.. আমি ওকে পোষ মানাতে জানি --

চুপ্ সে যাবে, এইটুক্কুস্ খানি,

জাদুর ছড়ি, ঠিক্ যখন বারোটা !


.. বাজ্ তে দাও! বাজুক্ না, বারোটা ?

              

শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

মৃত্যু, তোমার সাথে .. ।। মিষ্টিবৃষ্টি ।। কবিতা, Poems

 মৃত্যু, তোমার সাথে ..

                     মিষ্টিবৃষ্টি 



"যখন শিরায় স্পন্দন ঝিমিয়ে পড়েছে, তখন তোমার সঙ্গে আমার দেখা হবার কথা ছিলো" -- 


--রুপোলি পর্দায় চৌম্বক কন্ঠে শুনেছি ..


রোমান্টিক ছবিতে পা-বেঁধে 

জলে ঝাঁপ দিতে দেখেছি --


-- এখন কি তুমি ঠান্ডা মেসেজ 

হয়ে মুঠোফোনে স্মার্ট বেশে আসো ? কালো রোদ-চশমায় ভাসাভাসি আলো-অন্ধকার !


বাঁ-হাতে ছুঁড়ে দাও, অ্যাসিডের তোড়ার গোলাপ !


.. মৃত্যু তোমার সঙ্গে আমার 

দেখা হয়ে যায়, 


একবার নয়, বারবার ..

              

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...