চাঁদের অন্য পিঠ
শিব শংকর ঘোষ
পথে ঘাটে চলতে ফিরতে পূর্ণিমার
চাঁদ মুখ দেখলেই অনেকেরই চোখে
ভেসে ওঠে সূর্যমন্দিরের গায়ে শৃঙ্গারের চিত্র তাদের মনের ভিতরের দস্যুটা যেন
জেগে ওঠে লকলকে জিহ্বায়
তাদের ঘরেও ফুটফুটে জোছনার বান
তবুও তবুও তবুও
মনে হয় পাশবিক হিংস্রতা তাদের চরিত্রে এ একটা চঁদের অন্য পিঠ
যেখানে শুধুই আঁধার ছেয়ে থাকে
খুবই সুন্দর। ধন্যবাদ।
উত্তরমুছুন