শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

চাঁদের অন‍্য পিঠ ।। শিব শংকর ঘোষ ।। কবিতা, Poems


          চাঁদের  অন‍্য পিঠ

                    শিব  শংকর  ঘোষ




পথে ঘাটে  চলতে  ফিরতে পূর্ণিমার

চাঁদ মুখ দেখলেই অনেকেরই চোখে

ভেসে ওঠে সূর্যমন্দিরের গায়ে শৃঙ্গারের চিত্র  তাদের মনের ভিতরের  দস‍্যুটা যেন

জেগে ওঠে লকলকে জিহ্বায়   



তাদের  ঘরেও ফুটফুটে জোছনার বান

তবুও  তবুও  তবুও


মনে হয়  পাশবিক হিংস্রতা তাদের চরিত্রে এ একটা চঁদের অন‍্য পিঠ

যেখানে শুধুই  আঁধার ছেয়ে থাকে



1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...