শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

কবিতা ।। ধ্বংসের নাম যুদ্ধ ।। মিরাজুল সেখ

কবিতা । ধ্বংসের নাম যুদ্ধ

মিরাজুল সেখ



ঘুমিয়ে গেছে কত ফুলের কুঁড়ি 

 খেলনা ছেড়ে মেখেছে গায়ে রঙ,

 পিপাসা ছিল গোলা বারুদে নাকি  

   সেজেছে দেখি মানুষ বড়ো সং।


মাথার পরে ছেঁড়া হাতটা শুয়ে 

 কাঁপছে শোকে ঘাসের ডগা ঝুঁকে, 

 পিতার খাঁচা  শূণ্য করে কুঁড়ি 

মিলিয়ে গেছে শুয়ে  মাটির বুকে ।


  খালি উটোন কাঁদছে একা একা 

  খেলার সাথী চিরদিনের ঘুমে,

 মায়ের কোলে ফিরবে নারে তারা 

  চাঁদের কণা লুকিয়ে গেছে ভূমে।


 ঘর ছেড়েছে ধর ছেড়েছে যারা 

  বুঝেছে তারা  ধ্বংসের হে মানে ,

 শ্রেষ্ঠ পশু ধ্বংস কেই দেখি 

 অঙ্গিকার করে'ছে যুদ্ধ নামে ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...