বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

অদৃশ্য দশভুজ ।। অজয় বিশ্বাস ।। কবিতা, Ajay Biswas

অদৃশ্য দশভুজ 

অজয় বিশ্বাস 



কারও কারও হাত থাকে অদৃশ্য 


গভীর জলে মুক্তোর খোঁজে 

যে মাছ আছে ডুবুরির ভূমিকায় 

তাকে আমরা পারি না চিনতে 

কিন্তু তার কাজকে করতে পারি 

অনুভব 


এভাবেই নিজেকে বিলিয়ে দিয়ে 

তার খুশি ওঠে ফুটে 

নক্ষত্র দেশের রাজধানীতে


মানুষের দুটি হাত আছে জানি 

তবে সময়কালে হতে পারে 

দশভুজ 


তেঘরিয়ার বাতাসে এখন 

ভাসছে সেই ছবি 


যদি হৃদয়কে রাখি পেতে 

পাঁজরে বাজবে সেই সুর...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...