কোনও একদিন, কখনও...
শোভন মণ্ডল
নিভে যাওয়া মোমবাতির সামনে তুমি দাঁড়িয়ে থাকবে
কোনও অজুহাত নাই বা থাকলো চোখের ইশারায়
মাঝ রাস্তায় হারিয়ে যাওয়া আলোর খোঁজে
আমাদের নেমে পড়া বিজন পথের মোরামে
মোমের গন্ধ এখানে ভালবাসার ইন্ধন যোগায় না
পথ দেখায় না
বিভ্রমের হাতছানি আজও তাচ্ছিল্য করি
ভুলের স্তূপের ওপর দাঁড়িয়ে ভান করি, যে ভাবে করেছি
প্রতিদিন প্রতিনিয়ত
সম্ভাবনার সংকীর্ণ পথে কোনও একদিন আলো জ্বলবেই
দেখো...
খুবই সুন্দর।
উত্তরমুছুন