নির্ভয়
মানস মুখোপাধ্যায়
দিনটা আজ
আকাশের বুক চিরে
বিদ্যুতের ঝলকানির মতো
ভয় ধরাতে পারেনি মনে।
যখন ব্যক্ত সূর্যটা
এক টুকরো আলো ভেঙে
আমার শরীরে জ্বালা ধরালো,
তখন বুঝলাম
এবার কাঠামোটা তুলতে হবে
বিছানা থেকে --------
আমার না হয়ে উঠা দিনটায়
মেলে ধরতে হবে টানটান।
বিরক্তিকর ------
তবুও ভয় ধরাতে পারেনি মনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন