মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

কবিতা ।। ফুল নেই পাখি নেই ।। হাবিবুর রহমান , Habibur Rahaman

কবিতা ।। ফুল নেই পাখি নেই

হাবিবুর রহমান 



যা কিছু ছিলো স্বর্গীয় আমাদের 

ওরা সমুদ্রের হাঙরের মতো গ্রাস করে,


আমাদের ঈশ্বর দাঁড়িয়ে দাঁড়িয়ে 

উপভোগ করছেন আমাদের স্তব্ধতা,


ফুলের কুঁড়ি ছিঁড়ে নেয়

পাখিদের ডানা ভেঙে দেয়,

গান না গেয়ে

আগ্নেয়াস্ত্র তাক করে ধরে বুকে

জিরাফের লম্বা গলার মতো এগিয়ে আসে আদিম অন্ধকার,


রাহু সূর্যকে আড়াল করে

অরণ্যে ফুল নেই পাখি নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...