শব্দব্রাউজ- ১০০৪ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1004, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ১০০৪ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা থেকে ২৫। ১১। ২০২৩। সময় সাড়ে সাতটা ।
শব্দসূত্র: ডাকছে আকাশ বাতাস
আকাশ বাতাস
কতদিন ধরে
তুই তোকারি
বন্ধু
আকাশ বাতাস ডাকলে
আমি নীলকন্ঠ পাখি
হয়ে উড়তে পারি হে-
আকাশ বাতাসের সঙ্গে
খেলতে খেলতে
বাকি খেলা ভুলে গেছি
বেশ আছি বেশ আছি....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন