রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

সাহিত্যিক পৃথ্বীরাজ সেনের জন্মজয়ন্তী ।। সংস্কৃতি সংবাদ ।। কলকাতা, Kolkata

সাহিত্যিক পৃথ্বীরাজ সেনের জন্মজয়ন্তী 



নিজস্ব সংবাদদাতা:  গতকাল ১৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায়  ডা. বি সি রায় মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে  শিয়ালদহের কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে অনুষ্ঠিত হল সোসাইটির সভাপতি সাহিত্যিক পৃথ্বীরাজ সেনে ৬৮ তম জন্মবার্ষিকী ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি সৌমিত বসু । এছাড়া মন্ঞ্চে পৃথ্বীরাজ সেন ছাড়াও  উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী দেবাশিস রায়,  কবি নৃপেন চক্রবর্তী  কবি কেশবরন্ঞ্জন,  সোসাইটির সম্পাদক মহিবুর রহমান প্রমুখ ।

             অনুষ্ঠানে কবিতা পাঠে অংশ নেন নীলাঞ্জন কুমার,  সঞ্জয় ব্যানার্জি,  মহিবুর রহমান,  আব্দুল করিম,  বিধানেন্দু পুরকাইত প্রমুখ কবিবৃন্দ। জমজমাট 

এই  সভাগৃহ মুখরিত হয়েছিল সঙ্গীত কবিতা গান আবৃত্তিতে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...