শব্দব্রাউজ- ১০৫০।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1050, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ১০৫০।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা থেকে
১২.১.২৪. তারিখ সকাল এগারটা ।
শব্দসূত্র: পথ হারানো বুনোহাঁস
পথ হারানো বুনোহাঁসের
বাসায় ফেরার হুঁশ নেই ।
সে ওড়ে আর
যেথায় সেথায়
রাত কাটায়।
বুনো হাঁসের চরিত্র
আর মানুষের চরিত্রের
ফারাক অবিশ্বাস্য।
মানুষ ভয়ে মরে
বুনোহাঁস পৃথিবীতে এসে
পৃথিবী চিনে নয়।
খুব সুন্দর
উত্তরমুছুন