শব্দব্রাউজ- ১০৫৯ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1059, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ১০৫৯ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা থেকে ২০.১.২৪.তারিখে সকাল ৮টা ৪০ মিনিট।
শব্দসূত্র: লজ্জা ঘৃণা ভয়
লজ্জার সামনে দাঁড়ালেই
লজ্জা জাপটে ধরে
আমায় গুটিয়ে দেয়।
ঘৃণার সামনে দাঁড়ালেই
ঘৃণা আমায় সবার থেকে
আলাদা করে দেয়।
ভয় তো সারাক্ষণ
আমায় এগোতে বাধা দেয়।
আমি তাই তিনটে শব্দ
আমার অভিধান থেকে
বাদ দিয়েছি।
সুন্দর
উত্তরমুছুন