শব্দব্রাউজ- ১০৭৭ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1077, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ১০৭৭ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা থেকে ১১.২.২০২৪ সকাল এগারটা
শব্দসূত্র: অনন্ত ম্যারাথন
সন্ধ্যাতারা যেমন
নিজে থেকে
আকাশে শোভা দিতে আসে
ঠিক তেমনি
শব্দ
নিজে নিজেই ধরা দেয়
অসংখ্য কলমে।
অনন্ত ম্যারাথনে
যেমন রঙিন রিবন
বাধা দিতে আসে না
ঠিক তেমনি
শব্দ স্বাধীন হয়ে
ছোটে ছোটৈৈ
হিসেবহীন মুহূর্তে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন