সূচনা সংস্থার বসন্ত উৎসব । সংস্কৃতি সংবাদ
৩ এপ্রিল, কলকাতা ।। আবীর রঙে রাঙিয়ে অত্যন্ত জমজমাট বসন্ত উৎসবের আয়োজন করেছিল সূচনা হোয়াটসঅ্যাপ গ্রুপ কলকাতার শিয়ালদহের কৃষ্ণচন্দ্র মেমোরিয়াল হলে ।
উৎসব মঞ্চে প্রথম পর্বে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে কবি বিশ্বরূপ মুখোপাধ্যায়, সভাপতি কবি কমল দে সিকদার , প্রধান অতিথি কবি সাংবাদিক সাকিল আহমেদ , বিশেষ অতিথি হিসেবে কবি প্রাবন্ধিক
নীলাঞ্জন কুমার ও কবি প্রভাস মজুমদার । উক্ত গুণীজন সূচনা পত্রিকার বসন্ত সংখ্যার আবরণ উন্মোচন করেন ।স্বাগত ভাষনে সূচনা পত্রিকা ও সংস্থার সম্পাদক কবি ও বাচিক শিল্পী নিপা চক্রবর্তী এই সংস্থার উদ্দেশ্য ও আদর্শ ব্যাখ্যা করেন।
নিটোল এই অনুষ্ঠানে কবিতা গান বক্তব্যে অংশ নেন উক্ত গুণীজন ছাড়াও তাপস সাহা , পিনাকী বসু,কাজল চক্রবর্তী, বরুণ চক্রবর্তী, মানস মুখোপাধ্যায়, সব্যসাচী মল্লিক, নিপা চক্রবর্তী, মৃণাল কান্তি সাহা সহ সংস্থার অন্যান্য সদস্য সদস্যগণ ।
ত্রুটিহীন অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি তপতী চট্টোপাধ্যায়, মানস মুখোপাধ্যায় , নিপা চক্রবর্তী । পরিপূ্র্ণ সভাঘরে সংস্থার সমৃদ্ধি কামনা করেন উপস্থিত শ্রোতৃমন্ডলী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন