বসন্ত
দীপালি মাইতি
শরীরে ফুটেছে
আগুন রঙের
পলাশ শিমুল
বসন্ত এলে দুলিয়ে
দিয়ে যায় হৃদয়
আনমনে
সংসারে হারিয়ে যায়
সুখ দুঃখ
কপূর্রের মতো ঝুলে
থাকি বাতাসে
বসন্ত
দীপালি মাইতি
শরীরে ফুটেছে
আগুন রঙের
পলাশ শিমুল
বসন্ত এলে দুলিয়ে
দিয়ে যায় হৃদয়
আনমনে
সংসারে হারিয়ে যায়
সুখ দুঃখ
কপূর্রের মতো ঝুলে
থাকি বাতাসে
ইচ্ছে
দীপালি মাইতি
বাতাসে
এদিকে ওদিকে যায়
রোদ-বৃষ্টিতে
হারায়
প্রসিদ্ধ ঠিকানা
এখন সূর্যের দিকে
মুখ তুলে দাঁড়িয়ে
শুধুমাত্র
অনন্ত প্রশান্তির খোঁজে
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী পালন ও কবিতার বই 'সন্দেশখালির মা' প্রকাশ
দিপালী মাইতির প্রতিবেদন
সন্দেশখালি, ৯ মে ।। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী পালিত হলো বুধবার ৮ই মে, ২০২৪ সন্দেশখালির মাটিতে। অনুষ্ঠানটি হয় ভাঙাতুশখালি সুন্দরবন শিক্ষা সংস্কৃতির কক্ষে এবং সংলগ্ন মাছের ভেড়ি ও কুলগাছিয়া নদীর পাড়ে। ওই সংস্থার পরিচালক হাবিবের আয়োজনে উপস্থিত হয়েছিলেন এলাকার সাধারণ নরনারী, শিশু। হাওড়া থেকে গেছিলেন কবি অলোক বিশ্বাস এবং মেদিনীপুর থেকে এসেছিলেন কবি সন্দীপ সাহু। মাল্যদান করা হয় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে। এই বিশেষ দিনটিতে সন্দেশখালিতে প্রকাশিত হলো আটের দশকের কবি অলোক বিশ্বাসের প্রতিবাদী কবিতার বই 'সন্দেশখালির মা'। প্রকাশিত হলো কবি সন্দীপ সাহু সম্পাদিত সন্দেশখালি গণআন্দোলন বিষয়ক কবিতার সংকলন 'চরৈবেতি সন্দেশখালি' এবং কবির নিজস্ব কবিতার বই 'সন্দেশখালির ঘোষণাপত্র'। অলোক বিশ্বাসের কবিতার বইটি প্রকাশিত হয়েছে কবিতা ক্যাম্পাস প্রকাশনী থেকে এবং সন্দীপ সাহুর বই দুটি প্রকাশিত হয়েছে প্রীতিকণা প্রকাশনী থেকে। উভয় প্রকাশনীর পক্ষে স্থানীয় আন্দোলনকারী নারীদের সংবর্ধিত করা হয়। হাবিব রবীন্দ্রনাথ প্রসঙ্গে কবির সামাজিক ভূমিকার কথা বলেন। কবি অলোক বিশ্বাস সন্দেশখালির আন্দোলনে নারীদের ভূমিকার ওপর আলোকপাত করেন। কবি সন্দীপ সাহু রবীন্দ্রনাথের সামাজিক ভূমিকা প্রসঙ্গে বলার পর সন্দেশখালি আন্দোলন সম্পর্কিত কবিতা সংকলন প্রকাশের গুরুত্বের কথা বলেন।
'সূচনা' গ্রুপের বর্ষবরণ অনুষ্ঠান,
দিপালী মাইতি, কলকাতা
২৫ এপ্রিল সন্ধ্যায় কলকাতার শিয়ালদহের কৃষ্ণচন্দ্র মেমোরিয়াল সভাঘরে অনুষ্ঠিত হল ' সূচনা' গ্রুপের পক্ষ থেকে বর্ষবরণ অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি ও লেখক বিশ্বরূপ মুখোপাধ্যায়, অনুষ্ঠানের সভাপতি হিসেবে ছিলেন কবি কমল দে সিকদার , বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেন কবি সমালোচক নীলাঞ্জন
কুমার, কবি ও শিল্পী শ্যামল জানা , কবি গল্পকার তাপস সাহা ।
অনুষ্ঠানে স্বাগত ভাষন দেন সূচনা র সম্পাদক কবি নিপা চক্রবর্তী । সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মুকুল চক্রবর্তী।
কবিতা পাঠে অংশ নেন কমল দে সিকদার, শ্যামল জানা, নীলাঞ্জন কুমার, তাপস সাহা, অরূপ পান্তি, ভারতী বন্দ্যোপাধ্যায়, চিরঞ্জীব হালদার , আবদুল কাইউম, মানস মুখোপাধ্যায়, কেতকী বসু, সব্যসাচী মল্লিক প্রমুখ। অসাধারণ আতিথেয়তা ও. প্রাণভরা ভালোবাসায় উজ্জ্বল হয়ে উঠেছিল এই সন্ধ্যা । সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন কবি তপতী চট্টোপাধ্যায় ।
নীলাক্ষর পত্রিকার সাহিত্যে সম্মেলন
দিপালী মাইতি
কলকাতা ।। ২০ এপ্রিল কলকাতার কৃষ্ণচন্দ্র ঘোষ মেমোরিয়াল সভাঘরে সন্ধ্যায় অনুষ্ঠিত হল নীলাক্ষর পত্রিকার সাহিত্যের সম্মেলন।অনুষ্ঠানেসভাপতি প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কবি দুর্গাদাস মিদ্যা , চলচ্চিত্র চিন্তক অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায় ও কবি অজয় নাগ। প্রথম পর্বে বর্ষীয়ান দুই কবি গৌরশংকর বন্দ্যোপাধ্যায় ও দীপঙ্কর বিশ্বাস কে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে কবি দেবারতি মিত্র , অমিতাভ গুপ্ত, কালী কৃষ্ণ গুহ, অরণি বসুর কবিতার বিশ্লেষণ করেন কবি অদীপ ঘোষ, দেবজ্যোতি রায়, অনীক রুদ্র ও ফটিক চৌধুরী । কবি পার্থপ্রতিম কাঞ্জিলালের কবিতার কবি বিশ্বজিৎ রায়ের লিখিত বক্তব্য পাঠ করেন কবি নীলাঞ্জন কুমার ।
কবিতাপাঠে অংশ নেন রবীন বসু, অমিত কাশ্যপ, খগেশ্বর দাস, স্বপন পাঁজা, গৌতম হাজরা , স্বপন শর্মা ,পার্থপ্রতিম মজুমদার, প্রণব কুমার চট্টোপাধ্যায়, শকুন্তলা সান্যাল ,
মধুমঙ্গল বিশ্বাস, দীপঙ্কর সরকার, গৌতম ব্রহ্মর্ষি , অলোক বিশ্বাস, শ্যামলজিৎ সাহা, অভিজিৎ বিশ্বাস , সত্যবান বিশ্বাস,মিন্টু বাড়ৈ, নীলিমা সরকার, তাপসকুমার রায়, কানাইলাল জানা , পঙ্কজ মন্ডল ও নীলাঞ্জন কুমার ।
অনুষ্ঠানের বিভিন্ন সময়ে আধুনিক কবিতা গীতিরূপায়ণ পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন কবি সমালোচক সঙ্গীতজ্ঞ নীলাঞ্জন কুমার ও কবি তাপসকুমার রায় । সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন কবি নীলাঞ্জন কুমার ।
শাদ্বল-উন্মুখ-শব্দমাঝি পত্রিকার নববর্ষ বৈঠক, সংস্কৃতি সংবাদ
দিপালী মাইতি
কোচবিহার ১৪ এপ্রিল, ২০২৪ ।। কোচবিহার স্টুডেন্টস' হেলথ হোমের সভাকক্ষে ১৪ এপ্রিল, ২০২৪ অনুষ্ঠিত হল' শাদ্বল-উন্মুখ-শব্দমাঝি' একত্রে এই তিনটি পত্রিকার নববর্ষ বৈঠক। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ও স্বাগত ভাষণ রাখেন কবি আব্দুল মতিন আমেদ মহাশয়। গুণীজন বরণ অনুষ্ঠানে কবি নীলাঞ্জন কুমার, কবি গৌরাঙ্গ সিনহা, কবি শ্যামলেন্দ্র চক্রবর্তী ও কবি সুবীর সরকারকে অনুষ্ঠান মঞ্চে বরণ করে নেন কবি বিকাশ চক্রবর্তী, কবি শিউলি চক্রবর্তী ও সঙ্গীত শিল্পী রিমি বণিক। ' উন্মুখ' পত্রিকার সম্পাদক ও' শাদ্বল',' শব্দমাঝি',' শব্দনগর' ,' গুরুজী' ,' উত্তাপ' ,' ধা' পত্রিকার প্রধান উপদেষ্টা কবি, প্রাবন্ধিক, সাহিত্য সমালোচক নীলাঞ্জন কুমারের সাহিত্য জীবনের পঞ্চাশ বর্ষে তাঁর হাতে তুলে দেওয়া হয় ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক ও মানপত্র। কবি নীলাঞ্জন কুমারকে নিয়ে আমরা শুনি কবি সুবীর সরকার ও' শব্দমাঝি'র সম্পাদক কবি হাবিবুর রহমানের ব্যক্তিঅভিজ্ঞতা, শুনি কবি নীলাঞ্জন কুমারের মুখে তাঁর পঞ্চাশ বছরের সাহিত্যজীবনের অভিজ্ঞতার কথা । সঙ্গীত শিল্পী রিমি বণিকের পরিবেশিত উদ্বোধনী সঙ্গীত ও কবি নাট্যকার কিশোর চক্রবর্তী, শিল্পী রাগেশ্রী চক্রবর্তী, শিল্পী জয়া সরকার ও আভিরী ভট্টাচার্যের গান ও বাচিক শিল্পী সুমন চক্রবর্তী, নির্মল দে ও অঞ্জনা ভট্টাচার্য্যের অবৃত্তি অনুষ্ঠানটিকে সুনন্দিত করে তোলে। মুগ্ধ কবিতার উচ্চারণে মাতিয়ে দেন আব্দুল মতিন আমেদ, গৌরাঙ্গ সিনহা, শ্যামলেন্দ্র চক্রবর্তী, সুবীর সরকার, নীলাঞ্জন কুমার, প্রহ্লাদ ভৌমিক, কিশোর নাথ চক্রবর্তী, শিপ্রা বিষ্ণু, যতীন বর্মা, হাবিবুর রহমান, প্রাণেশ পাল, অঞ্জনা ভট্টাচার্য, শিউলি চক্রবর্তী, সঞ্জয় সোম, বিকাশ চক্রবর্তী, মানস চক্রবর্তী, আজিজুল হক, বিদ্যুৎ পাল, অশোক কুমার ঠাকুর, শৈলেন দাস, মনামী সরকার, রাজা পাল চৌধুরী, সান্ত্বনা রায়, সঙ্গীতা সেনগুপ্ত, নৃপেন্দ্র নারায়ণ ভট্টাচার্য্য প্রমুখ কবিবৃন্দ। সঙ্গীতে সঙ্গত করেন তবলা শিল্পী দুলু দাস ও তপন বসাক। অনুষ্ঠানে কবি মনিমা মজুমদার ও কবি জয় দাস, গল্পকার সুনীল সাহা ও জয়দেব সাহাও উপস্থিত ছিলেন । সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন শাদ্বলের সম্পাদক নৃপেন্দ্র নারায়ণ ভট্টাচার্য্য ও কবি প্রাবন্ধিক আব্দুল মতিন আমেদ মহাশয়:
সূচনা সংস্থার বসন্ত উৎসব । সংস্কৃতি সংবাদ
৩ এপ্রিল, কলকাতা ।। আবীর রঙে রাঙিয়ে অত্যন্ত জমজমাট বসন্ত উৎসবের আয়োজন করেছিল সূচনা হোয়াটসঅ্যাপ গ্রুপ কলকাতার শিয়ালদহের কৃষ্ণচন্দ্র মেমোরিয়াল হলে ।
উৎসব মঞ্চে প্রথম পর্বে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে কবি বিশ্বরূপ মুখোপাধ্যায়, সভাপতি কবি কমল দে সিকদার , প্রধান অতিথি কবি সাংবাদিক সাকিল আহমেদ , বিশেষ অতিথি হিসেবে কবি প্রাবন্ধিক
নীলাঞ্জন কুমার ও কবি প্রভাস মজুমদার । উক্ত গুণীজন সূচনা পত্রিকার বসন্ত সংখ্যার আবরণ উন্মোচন করেন ।স্বাগত ভাষনে সূচনা পত্রিকা ও সংস্থার সম্পাদক কবি ও বাচিক শিল্পী নিপা চক্রবর্তী এই সংস্থার উদ্দেশ্য ও আদর্শ ব্যাখ্যা করেন।
নিটোল এই অনুষ্ঠানে কবিতা গান বক্তব্যে অংশ নেন উক্ত গুণীজন ছাড়াও তাপস সাহা , পিনাকী বসু,কাজল চক্রবর্তী, বরুণ চক্রবর্তী, মানস মুখোপাধ্যায়, সব্যসাচী মল্লিক, নিপা চক্রবর্তী, মৃণাল কান্তি সাহা সহ সংস্থার অন্যান্য সদস্য সদস্যগণ ।
ত্রুটিহীন অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি তপতী চট্টোপাধ্যায়, মানস মুখোপাধ্যায় , নিপা চক্রবর্তী । পরিপূ্র্ণ সভাঘরে সংস্থার সমৃদ্ধি কামনা করেন উপস্থিত শ্রোতৃমন্ডলী।
কলকাতায় কবিতা দিবসে 'সপ্তাহ' পত্রিকা । সংস্কৃতি সংবাদ
২১ মার্চ, কলকাতা ।। কলকাতা থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা ' সপ্তাহ ' র আয়োজনে পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত হল ' কবিতা দিবস' । ইউনেস্কোর ঘোষণাক্রমে ১৯৯৯ সাল থেকে প্রতি বছর ২১ মার্চ সারা পৃথিবীতে এই দিবস পালন করা হয় । অনাড়ম্বর এই অনুষ্ঠানে বিশিষ্ট সাহিত্যিক ও সপ্তাহ পত্রিকা সম্পাদক দিলীপ চক্রবর্তী কবিতা দিবসের তাৎপর্য ও সপ্তাহ পত্রিকার আদর্শ ব্যাখ্যা করেন ।
অনুষ্ঠানে কবিতা পাঠ করেন নন্দিতা সেন বন্দ্যোপাধ্যায়, সিদ্ধার্থ সিংহ, সুকুমার রুজ ও সুতপা ভট্টাচার্য চক্রবর্তীএবং নীলাঞ্জন কুমার । কবি সিদ্ধার্থ সিংহ কবিতা দিবস কেন্দ্রিক নিবন্ধ পাঠ করেন ।সমগ্র অনুষ্ঠান সুচারুভাবে সঞ্চালনা করেন রেনেসাঁ পত্রিকা সম্পাদক সুতপা ভট্টাচার্য চক্রবর্তী ।