শব্দব্রাউজ- ১০৯৯ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1099, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ১০৯৯ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ১৮.৪. ২৪ . সকাল ৯টা ১০ মিনিট ।
শব্দসূত্র: মিঠুয়া বাতাস আয়
ভোরের মিঠুয়া বাতাস
কোথায় নিয়ে যায়
দাবদাহ !
ছুটে আয় পাগলা হাওয়া
ছুটে আয় বৃষ্টি উল্লাস ।
দাবদাহের
এখন অগ্নিবীণায় মন।
তাকে থামাই কি করে ?
সুন্দর ঝরঝরে লেখা। ভিন্ন মাত্রিক বক্তব্যে সুন্দর।
উত্তরমুছুন