শনিবার, ৯ আগস্ট, ২০২৫

তোমাকে ।। দীপালি মাইতি, কবিতা , Dipali Maity

তোমাকে 

দীপালি মাইতি


তোমার কবিতা

নাটক ও উপন‍্যাস

প্রতিটি আত্মার খেলাঘর


তোমাকে মনে পড়ে 

  ফুল ফল বীজে

পাতার শিশিরে

কোকিলের ডাকে

উঠোনে শালিকের গানে


বৃষ্টি জানলায়

ভোর আকাশের বাঁকা চাঁদেও


পাহাড়ি ঝরনায়

শিউলির গন্ধে আজও তুমি 

অমর


ফাঁকা মাঠে

বাতাসের নৃত‍্যে

তুমিই আমার লুকোনো প্রেম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...