ঔদ্ধত্য
সৌমিত্র রায়
কী ঘটছে রাজ্যে !!
বলতে পারবো- বাদ দে ?
কিছু বলবো বলে, অন করি ফেসবুক,
কিছু লিখবো বলে, আঙুল ছোঁয়ায় স্ক্রিনে।
দেখো
তাকিয়ে আছে
সেল্ফি তোলার মুখ।
কিন্তু
নিউজ আপডেট
ভাসে সারাটি দিনের।
সেসব কি তুমি
এড়িয়ে যাচ্ছো কবি?
এড়াতে পারছো
সেখবর, সেই ছবি?
এড়াতে পারলে তুমিই সেরার সেরা,
মেলার বাজেট এবং ফুলের তোড়া
তোমার জন্য ।
তুমি ধন্য ।। ধন্য ধন্য ধন্য
কিছু বলবো বলে, অন করি ফেসবুক,
কিছু লিখবো বলে, আঙুল ছোঁয়ায় স্ক্রিনে।
রানি যখন উন্মত্ত
কিছু না লেখাটাও ঔদ্ধত্য
তুমি সত্য দেখছো
এবং সত্য লিখছো
লেখার ঔদ্ধত্যও বাড়ছে দিনে দিনে ।।
মেদিনীপুর // ৮ জানুয়ারি ২০২৬ // রাত ৯টা২২

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন