মকরডুবের কবিতা
সৌমিত্র রায়
তুমি ভুলে গিয়েছো
জলস্রোতে স্নান করার বিজ্ঞান
'আদিম'- তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল
তুমি কি মনে রেখেছো
'অধুনা'- তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ
পঞ্চকোষ আর পঞ্চভূতের
সু-সমতার জন্য জলস্রোতে স্নান !
ঢেউয়ের মুহূর্মুহূ জন্ম-মৃত্যু... তরঙ্গ...
তোমার প্রকৃতি-বন্ধু হওয়ার সাক্ষী থাকবে
একটা ডুব
মকরডুব...
সূর্যের মকর রাশিতে প্রবেশ
স্নানের বিজ্ঞান। জ্ঞানের মকরে। একাকার হোক...
কলকাতা। ১১ জানুয়ারি ২০২৬। সন্ধ্যা ৭টা ০১

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন