Friday, August 24, 2018

আজকের কবিতা ৷ বাংলা ৷ নবপর্যায়-৫৯৭ ৷ ২৪-০৮-২০১৮

প্রতিবিম্ব
********
           শান্তনু পাত্র

জোরালো লাইট।
একই জামা। একই প্যান্ট।
একই হাত। পা। চোখ। মুখ।
সেম স্টাইল।
সামনে দাঁড়িয়ে।
ওর ডানহাতে ঘড়ি।
আমার বাঁহাতে।
স্বচ্ছ কাচ। পারদের ওপারে। তুমি।

গুরু বানালাম। তোমাকে।
সেদিন থেকে। আমি। তোমার হাতে।

তারপর। আমি। বেশ উঠছি।
খ্যাতি ছড়িয়ে পড়ছে।

একদিন। গভীর রাতে।
কাচ ভাঙার শব্দ।
উঠে দেখি।
আয়না। ভেঙে পড়ে আছে।

প্রতিবিম্ব। আমার ভিতর। জ্বলছে।


No comments:

Post a Comment

বিশ্বজিৎ || ঘোড়া || কবিতা

  বিশ্বজিৎ ঘোড়া তুমি বরাবর শিক্ষা নিতে ভালবাসো।শিক্ষার ভেতরেও একটা শিক্ষা থাকে।অচেনা গলির ঘ্রাণ... রক্ত আছে মাংস আছে তুমিও বোঝ নদী কীভাবে বা...