Friday, August 24, 2018

শিল্প-সাহিত্যের খবরাখবর । বাংলা ।। নবপর্যায়-৫৯৭। অষ্টম বর্ষ । ২৪-০৮-২০১৮

ছড়াকার দিলতাজ রহমানকে শহিদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি পদক

বাংলাদেশ ;  ২৪-০৮-২০১৮ ; আই-সোসাইটি নিউজ ।। গত ১১ আগস্ট বাংলাদেশের ' কিশোরগঞ্জ ছড়াকার সংসদের' ৩৪ বছর পূর্তি  উপলক্ষে ছড়াকার দিলতাজ রহমানকে শহিদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি পদক  সম্মাননা দেওয়া হল । কথাসাহিত্যে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হল বলে সংসদ কর্তৃপক্ষ জানিয়েছেন ।


No comments:

Post a Comment

প্রকাশিত হল আবহমানের বিশেষ সংখ্যা । নিজস্ব সংবাদ । বাংলা । ০২-০১-২০১৯

পত্রপত্রিকার সংবাদ  প্রকাশিত হল আবহমানের বিশেষ সংখ্যা  । নিজস্ব সংবাদ ।  বাংলা । ০২-০১-২০১৯  সম্প্রতি প্রকাশিত হল  আবহমানের নতুন অনল...