Thursday, August 30, 2018

দেবজ্যোতি রায়,আজকের কবিতা । বাংলা । নবপর্যায়-৬০৩ । ৩০-০৮-২০১৮

যা কিছু বুর্জোয়া 

দেবজ্যোতি রায়

বুর্জোয়ারা অ-যৌন সংগম শেষে মুখে 
দেবতার হাসি টেবিলে বৈষয়িকের ধাতব 
শব্দ শ্বেত শুভ্র আলোকের জানালাগুলি 
খুলে অন্ধকারে বাড়তে থাকে হাত পা নখ 
দিয়ে খামচে ধরে শিশ্নের দৈর্ঘ্য পেটে তরল 
আগুন শেষে ঘুম আর ঘুমের মধ্যেই শিৎকার 
অ-যৌনতার পরিপাটি মুখ মুখের ভিতর 
                                     আমাদেরই মাংস ।#No comments:

Post a Comment

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪৪ || সোমনাথ বেনিয়া || কবিতা

 কবিতা উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪৪ / সোমনাথ বেনিয়া জাগতিক সব কাজে গন্ধ আছে, জানে সময়, জানে মহাকাল গতিরেখা বরাবর ছুটলে একসময় হাতের মুঠোয় মথিত শৈ...