Wednesday, August 22, 2018

শিল্প-সাহিত্যের খবরাখবর । বাংলা ।। নবপর্যায়-৫৯৫ । অষ্টম বর্ষ । ২২-০৮-২০১৮ ।রানাঘাটে সাহিত্য সমাগম এবং গুণীজন সংবর্ধনা 

রানাঘাট ; ২২-০৮-২০১৮ ; আই-সোসাইটি ।।  গত ১২ আগস্ট বিশিষ্ট সাহিত্যিক ও শিল্পীদের উপস্থিতিতে একটি মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হল রানাঘাটে । বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন কবি অরুনকুমার চক্রবর্তী প্রমুখ বিশিষ্টজন । অনুষ্ঠানে সাহিত্য আলোচনা ও গুণীজন সংবর্ধনা দেওয়া হয় । 

অরুনকুমার চক্রবর্তী প্রমুখ বিশিষ্টজন 
 No comments:

Post a Comment

পূরবী~ ১৭ || অভিজিৎ চৌধুরী || ধারাবাহিক উপন্যাস

পূরবী~ ১৭ অভিজিৎ চৌধুরী বিবেকানন্দ নিবেদিতাকেবলেছিলেন এই মঠে ভারতবর্ষ সীমাবদ্ধ নয়।ভারতবর্ষ অনেক বৃহৎ। সে পথ দেখাতে পারে পাশ্...