বুধবার, ২২ আগস্ট, ২০১৮

ব্যঞ্জনা-র বার্ষিক উৎসব


ব্যঞ্জনা-র বার্ষিক উৎসব কলকাতায় 



কলকাতা ; ২২-০৮-২০১৮ ; আই-সোসাইটি ৷৷ ১৯‌‌‌শে অগাস্ট ,২০১৮,রবিবার ‍ সন্ধ্যায়, বিড়লা আকাদেমি অফ আর্ট এ্যান্ড কালচারে অনুষ্ঠিত হল কলকাতার অন‍্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন 'ব‍্যঞ্জনা'-র বার্ষিক অনুষ্ঠান "উৎসব"। পরিপূর্ণ প্রেক্ষাগৃহে ব‍্যঞ্জনা-র কলকাতা, আসানসোল, চিত্তরঞ্জন ও ঝাড়গ্ৰাম শাখার সদস্য-সদস‍্যা ছাড়াও "বাচিক স্বজন (মালদা জেলা)" ও কলকাতার "সমকাল" গোষ্ঠির সদস্যরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মঞ্চ নাটক, নাচ, গান, কথানাটক, কবিতা ও কথার জমজমাট এই অনুষ্ঠান দর্শক শ্রোতাদের তিন ঘন্টা মন্ত্রমুগ্ধ করে রাখে। অনুষ্ঠানে বিশেষভাবে সম্বর্ধিত করা হয় প্রখ‍্যাত আবৃত্তি শিল্পী বঙ্গভূষণ শ্রী পার্থ ঘোষকে। শারীরিক অসুস্থতা নিয়েও শ্রোতাদের অনুরোধে বেশ কিছু কবিতা ও কথা শোনান তিনি। কবিতা শোনান তাঁর ভাবশিষ‍্যা আবৃত্তিকার শ্রীমতি মলি দেবনাথ ও। অনুষ্ঠানের বিশেষ অতিথি, বাংলাদেশের প্রখ‍্যাত কবি তথা সাংবাদিক সুলতান আহমেদ সোনা বলেন দুই দেশের মেলবন্ধনের কথা, সাংস্কৃতিক আদানপ্রদানের ও সামঞ্জস‍্যের কথা। এই অনুষ্ঠানে এই বছর থেকে শুরু হওয়া দুটি স্মৃতি সম্মান প্রদান করে 'ব‍্যঞ্জনা'। ডাঃ নরেন্দ্র কুমার মজুমদার স্মৃতি সম্মানে সম্মানিত হন তরুণ কবি ও সমাজদরদী শ্রী অর্ঘ‍্য রায়, সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে তাঁর অবদানের জন্য এবং রাজদীপ মল্লিক স্মৃতি সম্মানে ভূষিত হন প্রখ‍্যাত আবহ শিল্পী শ্রী শান্তনু বন্দ‍্যোপাধ্যায়, আবহ ও যন্ত্রসংগীত শিল্পে তাঁর অবদানের জন‍্য। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিকল্পনা, পরিচালনা ও বিন‍্যাসের দ্বায়িত্বে ছিলেন ব‍্যঞ্জনা-র প্রতিষ্ঠাতা- সম্পাদক আবৃত্তিকার শর্মিষ্ঠা দত্ত রায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...