আজকের কবিতা
জেগে থাকার
অলিন্দে
বিপ্লব
গঙ্গোপাধ্যায়
ঘুম আর জেগে
থাকার মাঝে
একটু স্পেস
একটু স্পেস
গোপন
বারান্দার দিকে চলে যাচ্ছে ব্যক্তিগত দাগ
তুমি এখানে ভাবনা বসিয়ে দাও জলরঙে
কাদামাটির মানচিত্রে
ডানা মেলে শস্যক্ষেত
তোমার ভাত শিকারের গল্পে
কোন কাকতাড়ুয়া নেই
পায়ে পায়ে যুদ্ধক্ষেত্র
ঘুম নয়
জেগে থাকার অলিন্দে
স্বপ্ন অথবা বিক্ষোভ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন