শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮

প্রকাশিত হল নির্মাল্য ঘরামীর ছোটগল্পের বই ৷ বাংলা-৬০৫ ৷ ০১-০৯-২০১৮

প্রকাশিত হল ছোটো গল্পের বই " সাত রঙের মানুষ"
রাহুল গঙ্গোপাধ্যায়ের প্রতিবেদন

নৈষ্ঠিক একাদেমীর পরিচালনায় আজ, রবিবার, 26শে আগস্ট, কোচবিহার রেডক্রস ভবনে,  প্রকাশিত হল নির্মাল্য ঘরামীর ছোটগল্পের বই 'সাত রঙের মানুষ'। সংক্ষিপ্ত অনুষ্ঠানে বইয়ের মোড়ক উন্মোচন করেন কবি অমর চক্রবর্তী। বইটি নিয়ে মূল আলোচনা করেন মুজনাই সাহিত্য পত্রিকার সম্পাদক শৌভিক রায়। ছোটগল্পকার হিসেবে নির্মাল্য ঘরামীর গ্রন্থের গল্পগুলির নানা দিক উঠে আসে তাঁর আলোচনায়। ছোটগল্প কি ও কেন এবং ছোটগল্পের সার্থকতা ঠিক কোথায় সেদিকে দৃষ্টিপাত করে বইটির সাফল্য কামনা করেন তিনি। কবি বিবেক চৌধুরী ও সাহিত্য ব্যক্তিত্ব দ্বিজেন সিংহের আলোচনাতেও উঠে আসে বইটির নানা দিক। বক্তব্য রাখেন তিতির পত্রিকার সম্পাদক সঞ্জয় সাহা। নির্মাল্য ঘরামীর গল্প পাঠ ও স্থানীয় কবিদের কবিতা পাঠও ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। নৈষ্ঠিক একাদেমির পক্ষে কবি অজিত অধিকারী উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতে নৈষ্ঠিক একাদেমীর পক্ষ থেকে উত্তরবঙ্গের কবি-লেখকদের বই প্রকাশের সুখবর জানান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বর্ষিয়ান কবি আব্দুল্লাহ মিঞা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...