Thursday, September 13, 2018

হাসি কান্নার আসর - গোপেশ দে । বাংলা -৬১৭ । ১৩-০৯-২০১৮


হাসি কান্নার আসর
 গোপেশ দে

গভীর রাত্রে ঘুম ভেঙে যায়
ট্রেনের হুইসেলে
স্টেশনটা বড্ড কাছে তাই
আকাশ হাসছে চাঁদের বুড়ির
মিষ্টি ভালবাসা
উঠোন জুড়ে প্রেমের উপাখ্যান।
একলা জাগরণে ঘরের বাইরে পায়ের
ধ্বনি
সিগ্রেট টাই সঙ্গী হলো বেশ
নস্টালজিয়া ভালোবাসায় 
পাতার ফাঁকে
চাঁদের বুড়ির ঝলমলে আলো।
মেঘের সাথে হাইড এন্ড সিক গেম
বুকের মধ্যে যেমনটা মোর সূর
হয়েছিলো চড়ুই পাখির সাথে
পারদচড়া দুপুরবেলায় বুঝি!
মেঘের সাথে গেমটা চলে
ফ্ল্যাশব্যাকটা আর খুলে
মগজ থেকে ধোলাই করি
হাসি কান্নার আসর।

No comments:

Post a Comment

সবাই মিলে সিনেমাহলে~ ৩ || কান্তিরঞ্জন দে || প্রতি শনিবার

সবাই মিলে সিনেমাহলে~ ৩ কান্তিরঞ্জন দে সিনেমাকে  বই  বলবেন  না , প্লীজ। কারণ , দুটো সম্পূর্ণ আলাদা জিনিস ।        আপনি কি আপেলকে ...