বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮

কবিতা ক্যাম্পাস-এর আয়োজনে কবিতা উৎসব৷ বাংলা ৷ ১৩-০৯-২০১৮

কবিতা ক্যাম্পাস-এর আয়োজনে কবিতা উৎসব

১৩-০৯-২০১৮ ; কলকাতা ৷৷ ১২ তারিখ সন্ধ্যায় জীবনানন্দ সভাঘরে কবিতা ক্যাম্পাস পত্রিকা আয়োজন করেছিল কবিতা উৎসবের ৷ এই উৎসবে উপস্থিতি ছিলো যথেষ্ট উৎসাহব্যাঞ্জক ৷ প্রবীণ এবং নবীনের সমাবেশে দারুণভাবে সফল এই উৎসব ৷ উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত কবিও ৷ উৎসবে প্রকাশিত হল কবি কুমারেশ চক্রবর্তীর কবিতার বই 'আমার বৃষ্টির ভাষা ' ৷ কবিকে অভিনন্দন জানিয়েছেন কবি পবিত্র মুখোপাধ্যায়,সাহিত্য গবেষক ড.সুমিতা চক্রবর্তী, কবি সুধীর দত্ত, আলোচক ও সুবিখ্যাত অনুবাদক বৌধায়ন মুখোপাধ্যায়, প্রিয় অনুজ কবি মানিক মাজি ও সঞ্চালক কবি-সম্পাদক অলোক বিশ্বাস । কাব্যগ্রন্থ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ড. দীপংকর বাগচী, কবি ও শিল্পী শ্যামল জানা, কবি সৈয়দ হাসমত জালাল এবং গবেষক ড.সুমিতা চক্রবর্তী । প্রাবন্ধিক পারমিতা ভৌমিকের সংগীত পরিবেশনও ছিল এক বাড়তি আকর্ষণ । এ ছাড়া তরুণ কবিদের মধ্যে উল্লেখযোগ্যভাবে সৌরভ চন্দ্র, সৌরভ বিশাই, মানিক মাজি, অমৃতেন্দু মন্ডল, সত্যবান বিশ্বাস, প্রবীর মন্ডল ও আরও অনেকেই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...