রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮

আমি ভুলে যাই । গোপেশ দে । বাংলা - ৬২০ । ১৬-০৯-২০১৮


আমি ভুলে যাই 
গোপেশ দে

যখন এসেছে বসন্ত আমার উঠোনে
আষাঢ়ের ঢল তবুও আমার চোখে
চোখের 'পরে নীলরঙা রোদচশমা
চড়ুই পাখির বাসা খোঁজে
চড়ুইভাতির রোমন্থনে
চৈত্রের খরাটা বোঝাতে দেয়না।
তবুও চোখে আষাঢ় ঢল অবেলায়
ক্ষণে প্রতিক্ষণে দূরছাই!
তুই কি এখনও রেনি পার্কের ধারে
সঙ্গে কোনো মাতাল ঋত্বিক?
মাতাল তো এই আমি আছি
দেখ চেয়ে
আষাঢ়ের ঢল আমার উঠোন জুড়ে
আর চোখের তারায় মাতলামো
একলা থাকার অভিনয় যে হচ্ছেনা জুতসই।
ঘুমের ভেতরে দু দুগুণে চার
অন্ধকারে শরীরের সন্ধানে মন
ভুলে থাকাটা যে বড় দরকার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...