Sunday, September 16, 2018

আমি ভুলে যাই । গোপেশ দে । বাংলা - ৬২০ । ১৬-০৯-২০১৮


আমি ভুলে যাই 
গোপেশ দে

যখন এসেছে বসন্ত আমার উঠোনে
আষাঢ়ের ঢল তবুও আমার চোখে
চোখের 'পরে নীলরঙা রোদচশমা
চড়ুই পাখির বাসা খোঁজে
চড়ুইভাতির রোমন্থনে
চৈত্রের খরাটা বোঝাতে দেয়না।
তবুও চোখে আষাঢ় ঢল অবেলায়
ক্ষণে প্রতিক্ষণে দূরছাই!
তুই কি এখনও রেনি পার্কের ধারে
সঙ্গে কোনো মাতাল ঋত্বিক?
মাতাল তো এই আমি আছি
দেখ চেয়ে
আষাঢ়ের ঢল আমার উঠোন জুড়ে
আর চোখের তারায় মাতলামো
একলা থাকার অভিনয় যে হচ্ছেনা জুতসই।
ঘুমের ভেতরে দু দুগুণে চার
অন্ধকারে শরীরের সন্ধানে মন
ভুলে থাকাটা যে বড় দরকার।

No comments:

Post a Comment

অভাবী পেটের কথা তপন মণ্ডল অলফণি

অভাবী পেটের কথা তপন মণ্ডল অলফণি খিদেগুলো বড্ড বেশি করে বাসা বাঁধছে আমার অভাবী পেটে / বাঁহাতি যোগ্যতায় লাল ফিতের বাঁধনে হলুদ সার্টিফিকে...