Sunday, September 16, 2018

প্রকাশিত হল 'কবিতা পাক্ষিক' শারদ সংকলন ৷ বাংলা ৷ ১৬-০৯-২০১৮

কবিতা পাক্ষিকের রুফ টপ চ্যানেলে প্রকাশিত হল শারদ সংকলন 


১৬-০৯-২০১৮ ; কলকাতা ; আই-সোসাইটি নিউজ ॥ ১৫ সেপ্টেম্বর কবিতা পাক্ষিকের শারদ সংকলন প্রকাশিত হল ৷ শারদ সংকলন প্রকাশ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ছিলো কবিতা পাক্ষিকের রুফটপ চ্যানেলে ৷ সুজিত সরকার নাসের হোসেন অলোক বিশ্বাস মুরারি সিংহ স্বপন শর্মা শাল্যদানী তুলি রায় প্রমুখ উপস্থিত ছিলেন ৷ বরাবরের মতো অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শান্তিময় মুখোপাধ্যায় ৷ কবিতাপাঠ ও বক্তব্যে অংশগ্রহণ করেন অন্যান্যরা ৷ অনুষ্ঠানে অংশ নিয়ে আপ্লুত কবি অলোক বিশ্বাস ৷ তিনি বলেন, 'আজ কবিতা পাক্ষিক-এর অনুষ্ঠানটিতে অংশ নিতে পেরে মন ভরে গেলো ৷ ঘরোয়া অনুষ্ঠান কিন্তু ভীষণ প্রাণবন্ত ৷ অনুষ্ঠানে আপ্যায়নও ছিলো মুগ্ধতায় ভরা " ৷ অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান  প্রভাত চৌধুরী এবং যূথিকা চৌধুরী ৷ 

No comments:

Post a Comment

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার খুঁজে যাই । বাপ্পাদিত্য রায়বিশ্বাস। পাঠক ।সত্তর টাকা । কিছু প্রকাশক আছে এ বাংলায়, যাঁরা কবির কাছে ম...