খেলা শেষে
সুভদ্রা ভট্টাচার্য
জীবন কখনও নিরাসক্ত হয় না
তাই দেখি ভিখারী
মাও খোঁজে দুমুঠো অন্ন সন্তানের জন্য
নিরুদ্দেশ মেঘের
দিকে তাকিয়ে
আকাশ পাতাল
কত কি ভাবি
জন্মাবধি শুরু হওয়া এই যে
খেলা
তাতে কোন
জয়পরাজয় নেই
আমৃত্যু স্তব্ধ
বিবেক শুধু রাস্তা
দেখায়
অন্ধকার রাতে
কারা যেন কোন বিপ্লবের কথা বলে
শুনে শুনে সিঁড়িতে পা রাখি যে
অচেনা চৈতন্য
বাঁধ ভেঙেছে খেলা শেষের ন শেষ
খেলা খেলবে বলে
আকাশের যত নক্ষত্র
আছে মিটিমিটি হাঁসে
ওরাতো আছে
ক্ত আলোকবর্ষ দূরে
রঙটা এই পৃথিবীটা কেমন আঁশটে আঁশটে লাগে
সমুদ্র থেকে
পাহাড় পাহাড় থেকে
সমুদ্র
শুধুই খেলা শেষের
গানের সুর ভাঁজে
রাত্রিদিন নক্ষত্রভরা
আকাশ আমাকে অভয় দেয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন