Tuesday, September 11, 2018

নীলাঞ্জন কুমার, আজকের কবিতা, কবিতা, ৷ বাংলা ৷ ১১-০৯-২০১৮

রেইকি
নীলাঞ্জন কুমার 

খুঁজছি সেই প্রহর যে দিতে পারে
প্রিয় বাস্তব,
যার সামনে দাঁড়িয়ে  স্থির প্রত্যয় ।

লক্ষের সামনে নতজানু হতে কে না চায়!রেইকি
                           নীলাঞ্জন কুমার
খুঁজছি সেই প্রহর যে দিতে পারে
প্রিয় বাস্তব,
যার সামনে দাঁড়িয়ে  স্থির প্রত্যয় ।

লক্ষের সামনে নতজানু হতে কে না চায়!


No comments:

Post a Comment

পূরবী~ ১৩ || অভিজিৎ চৌধুরী || ধারাবাহিক উপন্যাস

পূরবী~ ১৩ অভিজিৎ চৌধুরী এমন অনুর্বর হয়নি কখনও তাঁর সৃজনভূমি। গান লেখা যেন শেষ হয়ে এলো।দিনু যতোদিন ছিল সংগীত ভবন মুখরিত থাকত।নাট...