বুধবার, ৩ অক্টোবর, ২০১৮

প্রশান্ত কুমার ঘোষ ৷ আটপৌরে কবিতা ৷ বাংলা





১)কৃতিত্ব
প্রশান্ত কুমার ঘোষ



বর্নপরিচয় কথামালা বোধদয়
বিধবাবিবাহ
বালিকা বিদ্যালয় নারী শিক্ষা।


২)চাঁদ
প্রশান্ত কুমার ঘোষ

চারিদিক ঝিকমিক জোছনা
মহানন্দ
মানবতার চাঁদ মহাকাশে উঠলে।



৩) চিরন্তন
প্রশান্ত কুমার ঘোষ

চাঁদের গ্রহণ লেগেছে
কিছুক্ষণ
মানুষের হিংসা গ্ৰহণ চিরন্তন।

৪)ঢেউ
প্রশান্ত কুমার ঘোষ

সমুদ্র ভ্রমনে দেখি
তরঙ্গ
সাদা ফেনায় সাজানো বালুতট।

৫)স্বর্গ
প্রশান্ত কুমার ঘোষ

ফোঁটা ফোঁটা জল
ঢাললেই
হাতছানি দেয় সবুজ স্বর্গ।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...