বুধবার, ২২ এপ্রিল, ২০২০

কবিতা || ন্যায় || ইয়াসিন খান

ন্যায়
ইয়াসিন খান


মন মুছে মুগ্ধ মতামত যত
চোখ দুটি আলেয়া ক্ষত
বর্ন চোর স্বপ্ন জীবন খুঁজি রোগ
যান্ত্রিক সভ্যতার যাপন কথন ভোগ

কখনও রাস্তায় ঘুরে ভাবনা
জল ভেসে কথনে সব ফাঁকি
বাতাসে এখন শীতের বোধ
সব কবির আঁকায় জব্দ অসংখ্য অস্থির

আমরা ঘরে বসে কত স্মৃতি
স্মরণিকায় বাঘুই উপস্থিত হৃদয় জুড়ে
কাঁসাই পথ ডাকে নানা খেয়ালে
রোগ নিরাময় না হয়ে মাধুরী

গোপন কথার মাধুকরী আজ
বিকেলে নতুন সৃজনে ভরে সকাল জোয়ার
 গোপনে চোখের ভাঁটা কখন রাত নামে
নাগরিক সুখ সেবায় ঝুঁকে


আমার গ্রাম গান সুরে
শহরের কথা বাস্তবতা ছুঁয়ে
দুটি তারা আর চাঁদ ও সূর্য
সময়ের স্রোতে ভেসে

কে যেন বসে আছে মাটি ধরে
প্রথম আলোয় প্রকাশিত হয়ে
ন্যায় কথন আর নতুন মন
নতুন মানুষ ও জীবন করি বরণ

আকাশের পথ নির্জন
সহজ সরল সবুজ ছুঁয়ে
দূরে বহুদূরে ওরা রাস্তায়
বাসা খোঁজে মন ভরসা

আমরা ঘরে বসে কত স্মৃতি
ওরা রাস্তায় ঘুরে নির্মান ভুবনে
এখন শীতের বোধ ভরা গরমে
অনুভবে অসাড় মন শরমে

অনেক সময় পেরিয়ে যাওয়ার সংকল্প
শান্তি মনও জীবন
উপলব্ধি করে সত্য পবিত্র কথা
দূর পানে চেয়ে  দীর্ঘ শ্বাস
বর্ন নির্বিশেষে বাঁচাতেই আশ .

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...