Thursday, April 30, 2020

কবিতা || ঘুম || অরবিন্দ মুখোপাধ্যায়


 ঘুম
 অরবিন্দ  মুখোপাধ্যায়

  ঘুম এসেছিল ।
জাগরনে নীলাভ ছিল দেহমন ;
তার সময় ডুব দিয়েছিল নীল ছবিতে-
রবাহূত ঘুম ছিল ছদ্মবেশী  বিশ্রামের।
সাদা পাতা চিঠি হয়ে ওঠেনি তখনও..
কিছু বলার আগেই আসে নিশিসখা
আত্মমগ্ন সন্নাসী ঘুম ।।


No comments:

Post a Comment

ব্যক্তিত্ব || এক ভিন্ন আঙ্গিকের শিল্পী নরসিংহ দাস || নিজস্ব কলম

ব্যক্তিত্ব || এক ভিন্ন আঙ্গিকের শিল্পী নরসিংহ দাস || নিজস্ব কলম মেদিনীপুর শহরের বাসিন্দা, ভূগোল শিক্ষক, মহিষাগেড়্যা এ. এম. এ. হাই মাদ্রাসা ...