বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

কিছু বই, কিছু কথা ।। নীলাঞ্জন কুমার || প্রসঙ্গ~ শ্রীচরণেষু মা । গুরুপ্রসাদ যশ ।

কিছু বই, কিছু কথা ।। নীলাঞ্জন কুমার


শ্রীচরণেষু মা । গুরুপ্রসাদ যশ । আলোপৃথিবী । ত্রিশ টাকা ।


' মা আত্মদর্পণে লিখে রাখে/ ছোট ছোট/ অশ্রুকথা ' কিংবা ' তুমি হাত ধরলে/ নুড়ি কুড়াবো/ যার মধ্যে লুকিয়ে থাকবে/  নারায়ণ শিলা । '-র মতো পংক্তির সামনে  দাঁড়িয়ে কবি গুরুপ্রসাদ যশ কে আবিষ্কার করি । তাঁর ' শ্রীচরণেষু মা ' কাব্য পুস্তিকায় ভালো খারাপ মিশ্রিত নামহীন কবিতাগুলি পড়তে গিয়ে বোঝা যায় তাঁকে লক্ষে পোঁছোতে হলে আরো বহুদূর  কণ্টকাকীর্ণ পথ ধরে চলতে হবে । যে পথ তাঁকে অভিজ্ঞতা জোগাবে ।কবির ভেতরের আকুলতা অনেকাংশে অতিরিক্ত আবেগী হওয়ায়  তা অতিসরলীকরণের স্বাদ নেয় । মাত্র বারোটি কবিতারএক ফর্মার কাব্য পুস্তিকার ভেতর দিয়ে তাঁর কবিতা নির্মাণ তেমন আকর্ষণীয় না হলেও কিছু কিছু শব্দ কৌশলের কাছে দাঁড়াতে ইচ্ছে করে । যেমন,  ' সকালে পথে এসে/ খুঁজতে থাকে মেয়েবেলা ' অথবা 'এখনও সন্তানের অসুখ হলে/ মা শুঁয়ো কাপড়ে মন্দিরে ছোটেন/  অন্তরে দপদপে ভয় ।' কবির কবিতা আরো পড়ার প্রত্যাশায় থাকলাম ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...