Saturday, May 23, 2020

ক্ষমা || দেবাশিস সরখেল || কবিতা

ক্ষমা   
দেবাশিস  সরখেল 

পরিহাস প্রিয় প্রকৃতির হাসি বেজে ওঠে
অবিকল আমার শৈশবের হাওয়া ফিরফিরি
আকাশে খেচর জান  নাই
রেলগাড়ি নাই   
বিরস কৃষ্ণচূড়া হাসে
পাখিদের মধুর  প্রখর উড়াউড়ি 
24 ঘন্টার দিনে আমরা তো 6 মিনিট 
জুরাসিক পার্ক এর গল্পে ভয় নামে আজ
হে  করম দেবতা   ডলফিনরাশি ঘাইহরিণীর দল  তোমাদের আনন্দ গাথা নতুন করে লিখেছেন জননী আমার 
অরণ্য প্রান্তে হাঁটু গেড়ে বসি 
হে পরিহাস প্রিয় জননী আমার 
আমাদের ভুল গুলো ধুয়ে দাও জলজ ছায়ায়
 তোমার অনিন্দ্য ফুল গুলিসহ   আমাদেরও ঢেকে রাখো তোমার আঁচলে

No comments:

Post a Comment

সবাই মিলে সিনেমাহলে~ ৩ || কান্তিরঞ্জন দে || প্রতি শনিবার

সবাই মিলে সিনেমাহলে~ ৩ কান্তিরঞ্জন দে সিনেমাকে  বই  বলবেন  না , প্লীজ। কারণ , দুটো সম্পূর্ণ আলাদা জিনিস ।        আপনি কি আপেলকে ...