Monday, May 18, 2020

কিছু বই কিছু কথা ।। নীলাঞ্জন কুমার আলোয় ছায়ায় ছত্রাকে । শশাঙ্ক শেখর হাইত ।

কিছু বই কিছু কথা ।। নীলাঞ্জন কুমার


আলোয় ছায়ায় ছত্রাকে । শশাঙ্ক শেখর হাইত ।

মুদ্রণ শিল্প মানুষের হাতের নাগালে এসে পড়ায় কিছু উপকার যেমন আছে তেমনি অসুবিধে আছে । যে যেভাবে পারে কবিতা নামধারী কিছু লেখা প্রকাশকের কাছে নিয়ে যাচ্ছে ।  প্রকাশক তাল বুঝে টাকা নিয়ে বই ছেপে লক্ষ্মীলাভ করছে । প্রকাশককুল প্রকৃত কবিতা বেছে সম্পূর্ণ নিজের খরচে যদি বই প্রকাশ করতেন তবে হাজারো কবিতা বই হয়ে বেরোতো না । শশাঙ্ক বাবুর ' আলোয় ছায়ায় ছত্রাকে ' বইটিও বেরোতো না।
              সম্ভবত লেখাগুলি প্রায় বছর পন্ঞ্চাশ আগের।
সে সময়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় কিছু কবিতা পাওয়া যায় । যেমন:  ' নবজাতকের উথাল পাথাল নরম দুটি হাত বলছে/ আমাকে স্বীকার করো।'
               শশাঙ্ক শেখরের কবিতায় লক্ষ্য করা যায় তাঁর সচেতনতার থেকে অনেক বেশি আবেগ এসে পড়ে ।তাকে সংযত না করলে তিনি যতই বই প্রকাশ করুন কিৎসু হবে না । তিনি লিখুন,  অনুশীলন ও মননের সেই কবিতা আমাদের কাম্য । সুদীপ্ত দত্তের প্রচ্ছদে  দায়সারা ভাব বর্তমান ।

No comments:

Post a Comment

খাঁড়ি পথে ইচ্ছেপাড়ি ...২ || মধুছন্দা মিত্র ঘোষ || ভ্রমণকথা প্রতি বুধবার

খাঁড়ি পথে ইচ্ছেপাড়ি ...|| ভ্রমণকথা প্রতি বুধবার মধুছন্দা মিত্র ঘোষ  পর্ব -  ২ কুমারাকোম          ক্ষুরধার প্রকৃতি বিন্যাস আ...