বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

আটপৌরে কবিতা || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ

আটপৌরে কবিতা 

নীলাঞ্জন কুমার 

১৯১.

শঙ্খ/ ঘন্টা/ মন্ত্র 
   )।ধ্বনি  (
আবাহনে ঈশ্বর যেন আসে ।

১৯২.

দূরভাষ/ দূরদর্শন /দূরবীন
             ) প্রযুক্তি (
সকলকে কাছে নিয়ে আসে ।

১৯৩.

মাদারি/  জোকারি/ সং
         )তামাশা  (
মাঝে মধ্যে বেশ লাগে! 

১৯৪.

কোলাকুলি/ গলাগলি/  জড়াজড়ি 
        ) আলিঙ্গন  (
আবেগের কি দারুণ বর্হিঃপ্রকাশ ।

১৯৫.

অন্যায়/ অনাচার/ উচ্ছৃঙ্খল 
        ) অত্যাচার  (
শুধু সবার ঘৃণা কুড়োয় ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...