বুধবার, ২০ মে, ২০২০

প্রভাত চৌধুরী || সৌমিত্র রায়- এর জন্য গদ্য || ধারাবাহিক গদ্য

সৌমিত্র রায়- এর জন্য গদ্য
প্রভাত চৌধুরী

১৮.
কবিতাপাক্ষিকের ইতিহাস লেখার জন্য এই লেখাটি শুরু করিনি। এই লেখার একটাই উদ্দেশ্য হল  নতুন কবিরা কীভাবে কবিতাকে আপডেট করবেন। কীভাবে আধুনিকতা থেকে বেরিয়ে আসতে হবে।
আর এই নতুন যাত্রাপথের একটা দিকনির্দেশ দেবার চেষ্টা করব।
কিন্তু কবিতাপাক্ষিকের কথা না বললে কবিতাকে আপডেট করার কথা উঠবেই না। যাঁরা স্থিতাবস্থায় বিশ্বাসী তাঁরা কখনো কবিতাকে আপডেট করার কথা ভাবেননি। তাঁরা নিজেদের সীমিত পাঠক গোষ্ঠীতেই সন্তুষ্ট ছিলেন। এমন কী তাঁরা জানতেন না পাঠকের রুচির বদল ঘটে গেছে। পাঠক দশ বছর আগে যে পোশাক পরিধান করতেন , এখন আর সেই পোশাক পরিত্যাগ করেছেন। এমনকি দৈনন্দিন খাদ্যাভ্যাসেরও বিপুল পরিবর্তন ঘটে গেছে। আর ভাষার বদলটা যাঁরা বুঝতে পারেন না তাঁরা যে বধির , এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
নতুন প্রজন্মের থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল বাংলাকবিতা। কেননা তাঁরা অন্ধ তথা বধির।
এই কবিদের এক অংশ আটকে রইলেন   একটি ছকে।ছকটি দেখাবার চেষ্টা করছি।
             বিষ্ণু দে + সুধীন্দ্রনাথ দত্ত-র বাকপ্রতিমা
                              সেখান থেকে
            মণীন্দ্র রায় + চিত্ত বসু  থেকে তরুণ সান্যাল
আর এক দল কবি কিছুটা এগিয়ে তারাপদ রায় , সুনীল গঙ্গোপাধ্যায় , বিনয় মজুমদার - প্রমুখ কবির কবিতায়  আচ্ছন্ন থেকে গেলেন। নিজের কবিতা লেখার বদলে পঞ্চাশের কবিতা লিখে যেতে লাগলেন।
এর বাইরে আরো একটি ধারা ছিল , সেটি শতভিষা- কেন্দ্রিক। প্রকৃতিকে মাথায় রেখে মাথাভারী কবিতাতে ডুবে রইলেন। নিজেদের দার্শনিক ভাবতে শুরু করলেন। বিজ্ঞান থেকে মুখ ঘুরিয়ে থাকলেন।
বিজ্ঞান যেভাবে দৈনন্দিন জীবনে প্রভাব বিস্তার করল , সেদিকটা তাঁরা দেখতেও চাইলেন না। অনেকটা পেছিয়ে পড়লেন। এইসব কবিরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত । সরকার দ্বারা সমর্থিত। তদোপরি গুণগ্রাহী পরিবৃত। এসব কারণে তাঁরা ছাঁচ ভাঙার কথা ভেবেও দেখলেন না।
আমি নির্বাসন থেকে ফিরে আসার পর
সামাজিকভাবে প্রতিষ্ঠিত ছিলাম না।
সরকার দ্বারা সমর্থিত ছিলাম না।
এমনকী গুণগ্রাহী পরিবৃতও ছিলাম না।
আর দশ বছর পর ফিরে এসে নিজের পুরোনো কবিতার দিকে ফিরেও তাকালাম না।নতুন করে শুরু করলাম কবিতা লেখা। নতুনকবিতা লেখা।
আমার কোনো পিছুটান থাকলো না।
আমি আগের আমি থেকে অনেক দূরে চলে যাওয়ায় ধারাবাহিকতা থেকে মুক্ত হলাম। এখানেই আমার আমি-কে আমি খুঁজে পেলাম ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...