বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

অ্যলান কুর্দিরা ঘুমোবে না চিরকাল || সন্দীপ সাহু || কবিতা

অ্যলান কুর্দিরা ঘুমোবে না চিরকাল
সন্দীপ সাহু

আকাশ থেকে ছুটে আসা গোলা,
কিংবা ঘাতকের বেয়নেট,গুলিতে
কৃষ্ণচূড়া রাধাচূড়া লালে লাল
শয্যা পেতেছে সাদা কাপড়ের মোড়কে!

অথচ ভড়পুর বসন্ত এখনও
প্রজাপতির রঙিন পাখায়,
মেঘাকাশে কোকিল-ডাকে উত্তালসমুদ্র-ঢেউতে
যৌবনের রোশনাই ছড়াতে চায়!

চিতাভস্ম থেকে কিংবা কবর ফুঁড়ে
মহীরুহ একদিন বেরুবেই!
আকাশ থেকে ধ্রুবতারা এনে রক্তের আগুনে
পুড়িয়ে দেবে গোলাগুলি বেয়নেট!

পোড়া-মাটি নীতিতেই
হিটলার ঢুকে গিয়েছিল মাটি-গর্ভে
তবুও বাঁচেনি।মৃত্যু এসেছিল
সমান ও বিপরীত প্রতিক্রিয়ায়!

লাল আগ্নেয় পাহাড়ের চূড়ায়
ঘাতকের শব ব্যবচ্ছেদ হবে!
এবার ময়না তদন্তে শেষ কথা লিখবে
কৃষ্ণচূড়া রাধাচূড়া লালে

দোল-শরীর হয়ে
শুধু সিরিয়ায় নয়,
গোটা পৃথিবীতে, সমুদ্র-বালুতে
মুখ থুবড়ে ঘুমিয়ে থাকা সমস্ত অ্যলান কুর্দির হয়ে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...