সোমবার, ৪ মে, ২০২০

কিছু বই কিছু কথা ।।নীলাঞ্জন কুমার প্রত্যহ হাওয়ামোরগের কাছে । অশোক মুখোপাধ্যায় ।চেতনাসঙ্গী ।পন্চাশ টাকা ।

কিছু বই কিছু কথা ।।নীলাঞ্জন কুমার 

প্রত্যহ হাওয়ামোরগের কাছে । অশোক মুখোপাধ্যায় ।চেতনাসঙ্গী ।পন্চাশ টাকা ।



কবি অশোক মুখোপাধ্যায়েরসাম্প্রতিক কাব্যগ্রন্থ 'প্রত্যহ হাওয়ামোরগের কাছে ' -তে তাঁকে পাই বেশ আলাদা ভাবেই। তাঁর কাব্যগ্রন্থের ভেতরে এতদিন যে শৈলী তরঙ্গায়িত হয়েছে তার থেকে বেশ কিছুটা সরে এসেছেন তিনি ।দীর্ঘদিন পর তাঁর এই কব্যগ্রন্থ তাড়িত করে । তিনি খুব সোজাসাপ্টা ভাবে বলেন: ' ব্যাপারটা কিছু অস্বাভাবিক লাগলে বলবেন/  আমি পাল্টে দেবো এক সমুদ্রের জল ।/ খুব স্বাভাবিক মনে হলে বলবেন/ আমি দু-চোখে রেখে দেব এই রোদ্দুর ।' (' স্বাভাবিক- অস্বাভাবিক ') , ' এইতো দরজা উদোম করে রেখেছি/  এবার প্লাবন এলেও দু:খ নেই, /শুধু ঘোলা জল যেন ঢুকে না পড়ে ।'
                কবি অশোককে তাই পড়তে হয় তারিয়ে তারিয়ে ।খোঁজ করতে হয় তাঁর কবিতার গতিবিধি ।যার থেকে পাওয়া যায় কাব্যিক গুণাবলি ।  যার থেকে পাওয়া যায় মুক্তি স্বাদ ।এই দমবন্ধ করা সময়ে যা অতি প্রয়োজন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...