রবিবার, ১০ মে, ২০২০

আটপৌরে কবিতা || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ

আটপৌরে কবিতা 

নীলাঞ্জন কুমার 

১৩৬.

সাফল্য /উত্তরণ/ অভিনন্দন 
     )সার্থক(
হয়ে ওঠে জন্ম আমার ।

১৩৭.

মৃত্যু/ শোক/কান্না 
      ) দুঃখ  (
জীবনে বার বার আসে ।

১৩৮.

হতাশা/ দীর্ঘশ্বাস/ পলায়ন 
     ) পরাজয়  (
কেউ কি কোনদিন চায়! 

১৩৯.

জীবনচর্যা/ বুনিয়াদ/ সাবেকি 
      ) পরম্পরা  (
কিভাবে যেন বয়ে বেড়াই ।

১৪০.

কিলো/ কাহন/ লিটার 
    )   মাপজোক (
লেনদেন দেখার মতো ব্যাপার!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...