রবিবার, ৩১ মে, ২০২০

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার || প্রাত্যহিক বই আলোচনা

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার 

সেদিন ও এদিনের কবিতা । কেষ্ট চট্টোপাধ্যায় । শ্রমশ্রী প্রকাশনী । একশো টাকা ।

পাঁচ ফর্মার পেপার ব্যাক এই কাব্যগ্রন্থ স্বাভাবিকভাবেই প্রবীণ বামপন্থী কবি কেষ্ট চট্টোপাধ্যায়ের পুরনো ও নতুন কবিতার মেলবন্ধনের প্রয়াস বলতে পারা যায় । তাঁর  'সেদিন ও এদিনের কবিতা ' -র ভেতরে সে স্বাদ পুরোদস্তুর । শুরু হয়েছে ১৯৮৯ সালে লেখা 'কবিতার অন্দরমহলে 'র মাধ্যমে । তাতে চমকে ওঠার মতো না হলেও ভাবনার কথা তিনি রেখে যান: ' আমি এইমাত্র শ্মশানে পুড়িয়ে এলাম প্রথম সত্তা ।' কবি বইটির অবশ্য বাম ভিত্তিক তা ' কিছু কথা'-তে পাই: ' আমাদের বিশ্বাস বাঁ দিক ঘেঁষে যেতে চায় ।'
               সে কারণে  তাঁকে লিখতে দেখি কটাক্ষ করে: ' ' কবিরা ইলিশ উৎসব করে/ কবিতায় নেই । কবিরা বিশ্ব কবিতায়  ঘোরে/ পা মাটিতে নেই । ' কিংবা তাঁর অনু কবিতা  : মশাই- /টাকার পেছনে ছুটিনি/  মিছিলে গিয়েছি /।নেতাও হতে চাইনি/  কবিতা লিখেছি।'
           বামপন্থী কবিদের মন খারাপ হলেও বলতে হয় তাঁরা  নিজেদের সমালোচনার পথে যান না । বামপন্থী সময় বাদ দিয়ে তিনি এসময় নিয়ে কটূক্তি করেছেন, যেমন:  ' শুনেছো- / গৌতম দেবের ছেলে নাকি যাচ্ছে তৃণমূলে / রমলাও যাচ্ছে/ কাল আসছে কার্ল মার্কস/
সেও কি ঘাসফুলে যাবে? '
           কেষ্ট চট্টোপাধ্যায়ের জীবন কবিতা সম্পৃক্ত হলেও কিছু কিছু ক্ষেত্রে অতিসরলীকরণের কারণে বইটি জমলো না । তবু তাঁর এবয়সে লেখিলিখি আমাদের বড় প্রাপ্তি । সন্ঞ্জীব  চৌধুরীর প্রচ্ছদ সেকেলে স্টাইল তুলে ধরেছেন মার্জিত ভাবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...