শনিবার, ১৬ মে, ২০২০

কল্পজ্যোতি || একটি ধারাবাহিক রিদমিক্স || সৌমিত্র রায় || সফল সংকল্পে হও কীর্তিমান

কল্পজ্যোতি || একটি ধারাবাহিক রিদমিক্স
সৌমিত্র রায়

২৫|| সফল সংকল্পে হও কীর্তিমান

আনন্দ
 |
হয় ফুল হও, না হয় প্রজাপতি হও, কয়েক কণা
অক্সিজেনও হতে পারো~
কিছুই না হয়ে, ওহে চিন্তন, কেন কেন মিছামিছি 
দ্বন্দ্বে হৃদয়খানি ভরো~|

সংকল্পের জাদুতে জীবন কীর্তিতে ভরো কবি; যেদিন যেমন সংকল্প সেদিন তেমন মানসম্পন্ন জীবন; যেমন মানের সংকল্প তেমন মানের দীর্ঘ জীবনের রোমাঞ্চ; হঠাৎ ছুটিতে কিছুই না পেয়ে আলমারীর বই গোছাতে থাকাই, ছাপা অক্ষরের নড়াচড়া অনন্য অনুরননে মেতেছে মননে; সারিবদ্ধ বই অতিব্যস্ত তোমার স্পর্শ চেয়েছিল কতকাল; তোমার হাতে উঠে আসা ঝাড়ুতে মেঝে আহ্লাদে মেতেছে; আজ তুমি ভাবতে পারছো চায়ের দোকান নয়, তোমার ঘরই যে তোমার পরমধাম; তা  যে সংকল্পের জাদুতে সুন্দর করে নিতে হয়; কাপড় কাচার শব্দে তোমার ঝরে পড়া ঘাম, সাতসকালে উচ্চারিত ঔঁকার ধ্বনির স্মরণে জীবনকে করে তুলছে ক্ষীরের সমান; কোনো বিশেষ প্রয়োজনে তুমি কি বাইরে বেরিয়েছো কবি, ফেরার পথে মনে মনে ভাবো, তুমি তোমার পরমধামে ফিরছো; সংকল্পের জাদুতে সুন্দরের সাধনাকক্ষ হয়ে উঠছে ঘর; সাবানে নিজেকে শুদ্ধ করে নিচ্ছো, মনকেও; এই তো রূপান্তর~
  |
নিঃসংশয়ে আজ নিশ্চয়বুদ্ধির 
সহযোগে ভজ সুন্দর~
সুযোগ যা কাছে থাকে, সুন্দরে ভরো তাকে, 
ঘুচাও যাতনা মন্দ-র~  
|
|| শান্তি ||

1 টি মন্তব্য:

  1. এক অদ্ভুত মেদুরতা ঘিরে থাকে তোমার লেখনী।ভালোমন ভালো কথাকলি। আমরা মধুপ।

    উত্তরমুছুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...