মেদিনীপুর শহরে একদিন পৃথিবী উঠে আসবে
বিপ্লব মাজী
মেদিনীপুর শহরে একদিন
পৃথিবী উঠে আসবে,
কংসাবতীর তীরে হবে বনভোজন, কবিতা পাঠ,
সেদিন আমি না থাকলেও তোমরা থাকবে,
যারা আমাকে দেখেছ, বা আমার কাছে
কখনো সখনো এসেছ
কংসাবতীর জলে হাত ডোবালেই
ভেসে উঠবে স্মৃতি,
স্মৃতি তর্পণে
আমার মুখের ছবি,
গল্প করবে ছবির সঙ্গে, সেই জাহাজের গল্প,
অদৃশ্য যে জাহাজে চড়ে
আমরা পৃথিবীতে আসি, ফিরে যাই :
' আবার আসব বলে '
যদিও আসি না, চিরতরে চলে যাই...
## ২৬ এপ্রিল, ভোর ১টা ৩০ মিনিট।।
বিপ্লব মাজী
মেদিনীপুর শহরে একদিন
পৃথিবী উঠে আসবে,
কংসাবতীর তীরে হবে বনভোজন, কবিতা পাঠ,
সেদিন আমি না থাকলেও তোমরা থাকবে,
যারা আমাকে দেখেছ, বা আমার কাছে
কখনো সখনো এসেছ
কংসাবতীর জলে হাত ডোবালেই
ভেসে উঠবে স্মৃতি,
স্মৃতি তর্পণে
আমার মুখের ছবি,
গল্প করবে ছবির সঙ্গে, সেই জাহাজের গল্প,
অদৃশ্য যে জাহাজে চড়ে
আমরা পৃথিবীতে আসি, ফিরে যাই :
' আবার আসব বলে '
যদিও আসি না, চিরতরে চলে যাই...
## ২৬ এপ্রিল, ভোর ১টা ৩০ মিনিট।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন