Wednesday, June 10, 2020

আটপৌরে সিরিজ : ৪ || অলোক বিশ্বাস || কবিতা

আটপৌরে সিরিজ : ৪ 
অলোক বিশ্বাস


উৎসব
---------
কনটেনমেন্ট জোনে মানুষের
ভাবনায়
ব্যাপক উৎসবের ঢল নেমেছে

উত্তরাপথ
-------------
আনন্দকে ব্যাখ্যার অতীত
ভাবলে
আরেকটি আনন্দ রচিত হয়

করোনা যুদ্ধে
-----------------
উন্মত্ত গতিবিদ্যার আলোদেশ।
অদৃশ্য
করোনা যুদ্ধে চূড়ান্ত একশেষ

ব্যাখ্যার অতীত
--------------------
ব্যাকরণের ব্যাখ্যা পড়লেও
আজও
বুঝিনি কাকে বলে আকাশ

দাঁড়কাক
------------
কয়েকটি দাঁড়কাক কিচেনে
ঢুকে
টেনে তুলছে ইঁদুরের সাম্রাজ্য

No comments:

Post a Comment

আটপৌরে কবিতা ৪৪৬- ৪৫০ || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ

আটপৌরে কবিতা নীলাঞ্জন কুমার ৪৪৬ কুসুমাস্তীর্ণ /কণ্টকাকীর্ণ/  স্বাভাবিক          ) পথ ( চলতে চলতে লক্ষ্যে এগোন । ৪৪৭ মোব...