পূরবী~ ৫ || একটি ধারাবাহিক উপন্যাস
অভিজিৎ চৌধুরী
তুমি
একটু থেমে গেলেন রবীন্দ্রনাথ।
আমার দেশে যাবে! ভারতবর্ষ।
কোথায় নেবেন আমাকে,এতো বড় দেশে!
উষ্ণ চা টি- পটে ঢালতে ঢালতে বললেন ওকাম্পোর, কিছু বলবেন!
রবীন্দ্রনাথ হেসে বললেন,শান্তিনিকেতন আশ্রমে।আর বিশ্বভারতী। যদিও অনেকটাই এখনও স্বপ্নে রয়েছে।
বলেছিলেন,ওয়ার্ল্ড র্ইউনিভার্সিটি। আপনি কিন্তু ইন্ডিয়ার নন।
আপনি ওয়ার্ল্ড সিটিজেন।Songs offerings পড়ে ভাবতে পারিনি এর কবি সত্যি সত্যি একজন বিশ্বনাগরিক।
তবে!
হো হো করে হেসে উঠলেন ওকাম্পোর। সেই মেয়েটি আপনাকে কি বলছিল!
রবীন্দ্রনাথ বললেন,তবে আই অ্যাম নট অ্যা মঙ্ক।
হাতীর স্বপ্ন দেখলে কি হয়!
লজ্জা পেয়ে গেলেন ওকাম্পোর। পারডন মি.
সামান্য চা ছলকে পড়ল জোব্বায়।
হোয়াই! রবীন্দ্রনাথ বললেন।দাগটা থাকুক না।
আরক্ত হয়ে উঠলেন ওকাম্পোর।
রবীন্দ্রনাথ বললেন,আজ বড্ডো একান্তে থাকতে ইচ্ছে করছে।
বাবামশাই,বাবামশাই,- পারুল বনে আজ বনভোজন।প্রতিমা বললেনকা ৷ ম্পোরকে কখনও বলতে পারেননি,এখন কথা কানে কানে।
প্রতিমা বললেন,কোলাহল যে বারণ হলো।
গহন অরণ্যে ঢুকল গাড়ি।নিঝুম পথঘাট। হাঁসের দল বেরিয়েছে অতো রাতে।বয়েযাচ্ছে শিলাবতী।কাকচক্ষু জলে চাঁদের মায়াদর্পণ।
প্লাতা নদী কেমন ছিল দেখতে!
অভিজিৎ চৌধুরী
তুমি
একটু থেমে গেলেন রবীন্দ্রনাথ।
আমার দেশে যাবে! ভারতবর্ষ।
কোথায় নেবেন আমাকে,এতো বড় দেশে!
উষ্ণ চা টি- পটে ঢালতে ঢালতে বললেন ওকাম্পোর, কিছু বলবেন!
রবীন্দ্রনাথ হেসে বললেন,শান্তিনিকেতন আশ্রমে।আর বিশ্বভারতী। যদিও অনেকটাই এখনও স্বপ্নে রয়েছে।
বলেছিলেন,ওয়ার্ল্ড র্ইউনিভার্সিটি। আপনি কিন্তু ইন্ডিয়ার নন।
আপনি ওয়ার্ল্ড সিটিজেন।Songs offerings পড়ে ভাবতে পারিনি এর কবি সত্যি সত্যি একজন বিশ্বনাগরিক।
তবে!
হো হো করে হেসে উঠলেন ওকাম্পোর। সেই মেয়েটি আপনাকে কি বলছিল!
রবীন্দ্রনাথ বললেন,তবে আই অ্যাম নট অ্যা মঙ্ক।
হাতীর স্বপ্ন দেখলে কি হয়!
লজ্জা পেয়ে গেলেন ওকাম্পোর। পারডন মি.
সামান্য চা ছলকে পড়ল জোব্বায়।
হোয়াই! রবীন্দ্রনাথ বললেন।দাগটা থাকুক না।
আরক্ত হয়ে উঠলেন ওকাম্পোর।
রবীন্দ্রনাথ বললেন,আজ বড্ডো একান্তে থাকতে ইচ্ছে করছে।
বাবামশাই,বাবামশাই,- পারুল বনে আজ বনভোজন।প্রতিমা বললেনকা ৷ ম্পোরকে কখনও বলতে পারেননি,এখন কথা কানে কানে।
প্রতিমা বললেন,কোলাহল যে বারণ হলো।
গহন অরণ্যে ঢুকল গাড়ি।নিঝুম পথঘাট। হাঁসের দল বেরিয়েছে অতো রাতে।বয়েযাচ্ছে শিলাবতী।কাকচক্ষু জলে চাঁদের মায়াদর্পণ।
প্লাতা নদী কেমন ছিল দেখতে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন